ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ জানুয়ারি চাঁদপুর জেলা বিএনপির সমাবেশ আহবান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চাঁদপুরে জেলা বিএনপি’র আয়োজনে গণসমাবেশের নতুন তারিখ আগামী ১২ই জানুয়ারি আহবান করা হয়েছে। সমাবেশ জন্য হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ চাঁদপুর পৌর ঈদগাহ মাঠ, প্রেস ক্লাব প্রাঙ্গণ এবং বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠ এই জায়গাগুলো প্রশাসনের অনুমতির জন্য জেলা বিএনপি’র পক্ষ থেকে চাওয়া হয়েছে।

জেলা বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন আরো উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রিয় নেতা ইশরাক হোসেন। সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

এর আগে ২৯ ডিসেম্বর সমাবেশ হবার কথা ছিল।কিন্তু জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সমাবেশ স্থগিত করে তা পেছানো হয়। 

সর্বশেষ - রাজনীতি

জনপ্রিয় - রাজনীতি