ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির (২০২২-২৩) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ আহমাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট  কমিটি গঠন করা হয়। সভায় তাৎক্ষণিক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের নাম ঘোষণা করেন, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম লিটন।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২২-২৩ সেশনের সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি ও চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক পদে বাণিজ্য প্রতিদিন ও চাঁদপুর বার্তার ব্যুরো ইনচার্জ খন্দকার আরিফ এবং সাংগঠনিক সম্পাদক পদে সাপ্তাহিক হাজীগঞ্জের নির্বাহী সম্পাদক জাহিদ হাসানকে নির্বাচিত করা হয়।

উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক এস এম চিশতী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ’র সঞ্চালনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

নবাগত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মেহেদী হাসান ও মোহাম্মদ হাবীব উল্যাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জয়, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) শাখাওয়াত হোসেন শামীম, দপ্তর সম্পাদক সুজন দাস, প্রচার সম্পাদক রেজাউল করিম নয়ন, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম লিটন, অধ্যাপক এসএম চিশতী, হাবিবুর রহমান, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ ও মো. সাইফুল ইসলাম।

এছাড়াও নবাগত কার্যনির্বাহী কমিটি পরবর্তী সভায় আলোচনা সাপেক্ষে আরো ৬ জন সদস্যকে কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করে নেবেন। সভায় উপস্থিতির সম্মতিক্রমে সাইফুল ইসলাম সিফাত, মজিবুর রহমান রনি ও সুব্রত দেব বাপ্পীসহ তিনজনকে নতুন করে সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ সময় সমিতির সম্মানিত সদস্য অমর দাস, কাজী মোরশেদ আলম, গাজী মহিন উদ্দিন, নজরুল ইসলাম জসিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - হাজীগঞ্জ

জনপ্রিয় - হাজীগঞ্জ