নুসরাতকে অনেক খোঁজাখুজির পর পাশ্ববর্তীরা বলে এই মাত্র দেখলাম পুকুর পাড়ে বসে খেলতেছে ঠিক ঐদিক দিয়ে পানিতে নেমে দেখে নুসরাত পানির নিছে পড়ে আছে। উপরে উঠানোর কিছুক্ষণ পর মৃত্যুবরণ করে।
ইউপি সদস্য বিল্লাল জানান, আমার বাড়ির ভাগনী হয় সর্ম্পকে আমি গোসল করতেছি, হঠাৎ শুনলাম নুসরাত পানিতে পড়েছে দৌড়ে গিয়ে পানিতে নেমে দেখি নুসরাতের অবস্থা ভালো নয়। তারপর ও নুসরাতের মায়ের মন কি আর মানে তাৎক্ষনিক মুহুর্ত্বে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পরে থানাকে অবহিত করলে হাজীগঞ্জ থানার অফিসার ইনসার্জের অনুরোধে ফোর্স পাঠিয়ে থানায় নিয়ে আসে এবং থানা থেকে নুসরাতকে তার মায়ের কাছে বুঝিয়ে দিয়েছেন। নুসরাতের মা তার নিজ বাড়িতে মেয়েকে দাফন করেন।