ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তির ১০ ইউপি চেয়ারম্যানের শপথ আজ

শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আজ বুধবার সকাল ১১ টায় তাঁর সম্মেলন কক্ষে নবনির্বাচিত এসকল চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন।

জানা যায়, গত ২৬ ডিসেম্বর শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। এতে সুচিপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মাহতাব উদ্দিন আহমদ হেলাল, চিতোষী পূর্ব ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ আঃ রাজ্জাক, মেহের উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মজুমদার, মেহের দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, টামটা উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি ও টামটা দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক বিজয়ী হয়েছেন।

গত ১৮ জানুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ ও ৯ ফেব্রুয়ারি শপথের তারিখ জানিয়ে গত ২৭ জানুয়ারি চিঠি ইস্যু করা হয়েছে।

সর্বশেষ - শাহরাস্তি

জনপ্রিয় - শাহরাস্তি