চাঁদপুরের শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ মার্চ) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত রোববার সকালে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এস আই) সৈকত দাশ গুপ্ত, মোঃ মহিউদ্দিন আহমেদ, রোকন উদ্দিন ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শোয়েব হোসাইন আখন্দ চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। ওইসময় কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেলের ৩ আরোহীকে থামার সংকেত দিলে তারা না থেমে গতিপথ পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে নাওড়া রাস্তার মাথায় ইব্রাহীমের চায়ের দোকানের সামনে থেকে আটক করে। ওই সময় পুলিশ তাদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাইলে তারা অসংলগ্ন কথাবার্তা বলে। এক পর্যায়ে তারা চুরির কথা স্বীকার করলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোল্লার হাট পাটোয়ারী বাড়ির আঃ গনীর পুত্র মোঃ সুমন (৩২), রামগঞ্জের দাশপাড়া গ্রামের মোঃ মানিকের পুত্র বেলাল হোসেন প্রকাশ মনির (৩৮) ও নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর গ্রামের মোঃ আবুল কালাম আজাদের পুত্র মোঃ সাকিব রানা (২২)।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা রুজু করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।