ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লঞ্চঘাটে এবার ৭ কেজি গাঁজাসহ নারী আটক

চাঁদপুর লঞ্চঘাট টার্মিনাল থেকে ৭ কেজি গাঁজা উদ্ধারসহ শাহানা বেগম (৩৮) নামে একজনকে আটক করেছে নৌ-পুলিশ।

২ মার্চ বুধবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটের প্রথম গেইটের পূর্ব পাশ থেকে ২টি ব্যাগে এই গাঁজাসহ নারীকে আটক করা হয়।

চাঁদপুর নৌ-থানার এসআই বাবুল বালা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং ওসি স্যারের সার্বিক তত্ত্বাবধানে যাত্রীবেশী ওই নারীকে গাঁজাসহ আটক করি। আটকৃত নারী কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে চাঁদপুর লঞ্চঘাটে গাঁজাগুলো নিয়ে অবস্থান করছিলেন।

আটক মাদক বহনকারী নারী শাহানা বেগম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নড়িয়া বাজার এলাকার মৃত রাজ্জাকের স্ত্রী। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, ইদানীং চাঁদপুর লঞ্চঘাট এলাকায় বিভিন্ন মাদকের বেশ কয়েকটি চালান আটক হয়েছে। এ থেকে স্পষ্ট চাঁদপুর লঞ্চঘাট মাদক পাচারের নিরাপদ রূট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সর্বশেষ - চাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুর সদর