স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ নির্বাচিত মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী। গোলাম রাব্বানী দেওয়ানজী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ (নির্বাচিত) মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সহ- সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সভাপতি মোঃ হাসান আলী মাস্টার (মেম্বার) ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না মেম্বার। এ সময় তারা সফল ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজীর উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।