বিনোদন ডেস্কঃ
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই চলচ্চিত্রাঙ্গনে হাজির হচ্ছেন শিল্পী, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।
গত ১২ জানুয়ারি চূড়ান্ত হয়েছে এই নির্বাচনের দুটি প্যানেল। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান।
২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদের প্যানেলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছিলেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। কিন্তু এবার মৌসুমী সেই মিশা-জায়েদের প্যানেল থেকেই কার্যকরী সদস্য পড়ে লড়ছেন। ওমর সানিও সমর্থন দিচ্ছেন এই প্যানেলকে।
এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনের মানুষের মনে কিছু প্রতিক্রিয়াও তৈরি হয়। তবে এফডিসিতে উপস্থিত সাংবাদিকদের কাছে বিষয়টি খোলাসা করেছেন মৌসুমী।
প্রিয়দর্শিনী এই নায়িকা বলেন, ‘আমি অনেক শিল্পীদের কাছ থেকে শুনেছি মিশা-জায়েদ অনেক কাজ করেছে। বিগত দিনের সবগুলো কাজই তারা (মিশা-জায়েদ প্যানেল) ভালো করেছে। আমি তাদের সেই ভালো কাজের সমর্থক হিসেবে এই প্যানেলে দাঁড়িয়েছি।’
মৌসুমী আরও যোগ করেন, ‘আমাকে অনুরোধ করেছেন বলেই প্রার্থী হয়েছি। এছাড়া বিভেদ করে তো কিছু নাই। আমি চাই সবাই মিলেমিশে থাকি।’