ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় চাচা-ভাতিজা কারাগারে

ফরিদগঞ্জে মাদরাসায় পড়ুয়া ১০ম শ্রেণির ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে চাচা-ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। পাশাপাশি ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন- মহিউদ্দিন রিপন ও তার চাচা মোশারফ হোসেন।

এর আগে শনিবার রাতে ওই ছাত্রীর মা রিপনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সকালে মাদরাসায় যাওয়ার পথে ঘোড়াশাল গ্রামের খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন রিপনসহ অভিযুক্ত চারজন ওই ছাত্রীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলেন। পরে তাকে চাঁদপুর শহরের মিশন রোডস্থ রিপনের এক আত্মীয়ের বাসায় নিয়ে যান। এ সময় মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করেন রিপন।

বিষয়টি জানার পর শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত মহিউদ্দিন রিপন ও তার চাচা মোশারফ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জাগো নিউজকে বলেন, মামলার পর প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ