চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে বিসমিল্লাহ ট্রেডার্স নামক একটি আইসক্রীম ফ্যাক্টরিতে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধের কারনে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার নারায়ণপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা গেছে, ওই আইসক্রিম ফ্যাক্টরিতে ক্ষতিকারক ও মেয়াদ বিহীন ফুড কালার, ভেজাল ক্যামিকেল, অন্য প্রতিষ্ঠানের নকল আইসক্রিম তৈরির লেবেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ বিসমিল্লাহ্ ট্রেডার্সকে (মদিনা সুপার আইসক্রিম কারখানা) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে আইসক্রিম ও পানীয় তৈরির কাজে ব্যবহারকৃত মালামাল জব্দ করা হয় এবং জব্দকৃত অবৈধ মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অপরদিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে কাটিং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য এবং ড্রেজারের মালিককে খুঁজে না পাওয়ায় পাইপ বিনষ্ট করে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম ও থানা পুলিশের সদস্যগণ।