স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মেডিকেল অফিসার ডাঃ মেহলিনা হোসাইন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পৌরসভার ৭৫০ জন ভাতাভোগী সদস্য রয়েছে। প্রতিমাসে একজন ভাতাভোগী সদস্য ৮০০ টাকা করে ভাতা পাচ্ছেন। যা প্রত্যেকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই মাতৃত্বকালীন আপনাদের হাতে পৌছে যাচ্ছে। বর্তমান সরকারের ২০৪১ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী টেকসই উন্নয়ন মানবশক্তিতে রূপান্তরিত করার জন্যে মহিলা বিষয়ক অধিদপ্তর এ মহতী উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা বর্তমানর সরকারকে অভিনন্দন জানাই। এ সময় ভাতাভোগী দুইশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।