ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ মমিন প্রধান ও মোঃ নাইম ইসলাম নামে দুই মাদক ব্যবাসয়ীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গত ২৩ জানুয়ারি এ অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই কবির হোসেন ও হাবিবুর রহমান ভূঁইয়া। উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা গ্রামে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০পিচ ইয়াবাসহ আটক করা হয়। এদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ