স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে মতলব সরকারি ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকালে শহীদ মিনার পাদদশে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠনের পুষ্পস্তবক অর্পণ ও প্রভাত ফেরি। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার। পরে কবিতাঙ্গন, শোভা সংগীতায়নের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।