ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে মা ও শিশু সেবা কার্যক্রম ব্যাহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় মা ও শিশু সেবা (গর্ভবতি মায়েদের ভাতার কার্যক্রম) ব্যাহত হচ্ছে। এ কার্যক্রমটি চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে শুধুমাত্র মতলব দক্ষিণ উপজেলায় চলছে। উপজেলায় মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায় এ কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম বদলি হয়ে বি-বাড়িয়া জেলায় প্রোগ্রাম অফিসার হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়। ২০২২ সালের ১২ জানুয়ারি আমেনা বেগম তার দায়িত্ব বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা থেকে বদলি হয়ে আসা তাছলিমা বেগমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আবার দুদিনের মাথায় তাছলিমা বেগম মতলব দক্ষিণ উপজেলা থেকে বদলি হয়ে যায়। ফলে পুনরায় পদটি শূন্য হলে তদস্থলে গাজীপুর শ্রীপুরের নাজনিন আফরোজকে উক্ত উপজেলায় বদলি করা হয়। অফিস সূত্রে জানা গেছে, নাজনিন আফরোজ গত ৬ ফেব্রুয়ারি কর্মস্থলে যোগদানের পর এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত। ফলে উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মা ও শিশু সেবা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ অফিসে সেবা নিতে আসা মহিলাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, প্রতিমাসে পৌরসভা এলাকায় ২৫ জন ও উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে ২০ জন করে গর্ভবতী মায়েরা ভাতা পান। এ ভাতার কার্যক্রম স্থবির হওয়ায় গর্ভবতী মায়েরা তাদের নিয়মিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও মতলব উত্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার জানান, বদলি জনিত কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি সাময়িক। অচিরেই এ উপজেলায় নতুন মহিলা বিষয়ক কর্মকর্তা যোগদান করবেন, সমস্যা সমাধান হবে।

সর্বশেষ - মতলব দক্ষিণশিশুসমসাময়িকস্বাস্থ্য

জনপ্রিয় - মতলব দক্ষিণশিশুসমসাময়িকস্বাস্থ্য