ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপনকল্পে প্রস্তুতি সভা ॥ ব্যাপক কর্মসূচি গ্রহণ

দক্ষিণে বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদ্যাপনকল্পে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া। এছাড়াও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কিশোর কুমার ঘোষ, জহিরুল ইসলাম আলেক, ফারুক আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা তফাজ্জল হোসেন, গণেশ ভৌমিক, রিয়াদুল আলম রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন। সভায় দিবসগুলো উদ্যাপনকল্পে পৃথক পৃথক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ