স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪)-এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে বিষয়কভিত্তিক (গণিত) প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১ মার্চ উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ছারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রভাষক জসিম উদ্দিন, দৈনিক চাঁদপুর দর্পণের বার্তা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মোঃ শোভন, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির, আওয়ামী লীগ নেতা রিয়াদুল আলম রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।