স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রকৃতিতে পুষ্পাস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো লিয়াকত হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কমল পোদ্দার, তোফাজ্জল হোসেন, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, গণেশ ভৌমিক, আনোয়ার সরকার, যুবলীগ নেতা শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে জাতীয় চার নেতার স্মরণে বাদ জোহর উপজেলা পরিষদের জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।