স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে জাকটা নিধন প্রতিরোধে উপজেলা টাক্সফোর্স কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ২৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আল মামুনসহ টাক্সফোর্স কমিটির সদস্যবৃন্দ। সভায় জাটকা রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।