ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে গ্রাম পুলিশদের মাসিক সমাবেশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, অবৈধ ড্রেজার ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশদের মাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক-এর সভাপতিত্বে মাসিক সমাবেশে গ্রাম পুলিশদের বিভিন্ন দিক-দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন, সঠিকভাবে ত্রান বিতরণ ইত্যাদি বিষয়ে গ্রাম পুলিশদের আরো আন্তরিকতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ইউনিয়ন পর্যায়ে সকল গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ