ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে গগন কুটির নন্দী বাড়িতে শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রতিষ্ঠা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পৌরসভাস্থ টিএন্ড রোডের দক্ষিণ কলাদীতে গগন কুটির নন্দী বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিগ্রহ প্রতিষ্ঠা ও পূজা-অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে। মন্দির কমিটির সভাপতি দুলাল নন্দী ও সাধারণ সম্পাদক কাজল নন্দী জানান, ১৩৪৫ বাংলা সনে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এখন মন্দিরের পুনঃনির্মাণ করে শ্রীশ্রী রক্ষাকারী মাতার বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। ৩ ডিসেম্ব^র কালীপূজা মাতার পূজা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - ধর্ম

জনপ্রিয় - ধর্ম