চাঁদপুরের মতলব দক্ষিণে সম্পতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারকে ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ১০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ৭টি পরিবারের সদস্যদের হাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক এ অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হচ্ছে : উপজেলার খর্গপুর গ্রামের হারুনুর রশিদ, নাগদা গ্রামের গিয়াসউদ্দিন, কলাদী গ্রামের মাসুদ মিয়া, আলগী মুকুন্দি গ্রামের রহিমা খাতুন, কালিকাপুর গ্রামের নাজমা আক্তার, টেমাই গ্রামের তাজ বানু ও কাশিমপুরের রহিমা বেগম।