চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১ লাখ ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
পরে মোবাইল কোর্ট জালগুলোকে পুড়িয়ে ফেলে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ। রোববার উপজেলার ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত অভিযান চালানো হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ১ মার্চ থেকে দুই মাস জাটকা (ছোট ইলিশ) রক্ষায় নদীতে জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই আমরা জাটকা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ইলিশ জাতীয় সম্পদ। আজকের জাটকাই আগামী দিনের বড় ইলিশ। তাই জাটনা নিধন বন্ধে সকলের সহযোগীতা প্রয়োজন। আসুন সবাই মিয়ে ইলিশ সম্পদ রক্ষা করে দেশের উন্নয়ন সমৃদ্ধি করি।