ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে ভোটের গেজেট প্রকাশ

স্টাফ রিপোর্টার : সদ্য অনুষ্ঠিত চাঁদপুরের মতলব উত্তরের ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরে ইউপিগুলোর গেজেট প্রকাশ করা হয়। মতলব উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, ইউপি নির্বাচনের গেজেট রিটার্নিং কর্মকর্তাদের স্বাক্ষরেই প্রকাশিত হয়। এবারও তাই হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন ভেদে ভিন্ন ভিন্ন তারিখে এসব গেজেট প্রকাশ করা হয়েছে।
গত ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৩ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৭টি ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। তাদের মধ্যে আবার আওয়ামী লীগের ৪ প্রার্থী বিনা প্রতিন্দন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন ৬ জন। প্রকাশিত গেজেট অনুযায়ী- ষাটনল ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদাউস আলম, বাগানবাড়ি ইউপির চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ আল মামুন, সাদুল্লাপুর ইউপির চেয়ারম্যান মোঃ জোবাইর আজীম পাঠান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন খান, কলাকান্দা ইউপির চেয়ারম্যান মোঃ ছোবহান সরকার, মোহনপুর ইউপি চেয়ারম্যান শঅমসুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করীম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গজরা ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান।
একই গেজেটে সংরক্ষিত আসনের সদস্য ৩৯ জন ও সাধারণ আসনের সদস্য ১১৭ জনের নামের গেজেটভুক্ত করা হয়।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর