ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে চোরাকারবারি দলের সদস্য আটক

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব উত্তরে বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় তেল চোরাকারবারী দলের অন্যতম সক্রিয় সদস্য সোহগ ছৈয়াল (২৮) কে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।

আটককৃত সোহাগ দক্ষিণ দশানী গ্রামের নবী ছৈয়ালের ছেলে। সে দীর্ঘদিন থেকে রাতের আঁধারে বিভিন্নস্থান থেকে আসা জাহাজ থেকে অবৈধভাবে ডিজেল তেল ক্রয় করে আসছিল।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারী সকালে উপজেলার দশানী এলাকা থেকে ১৫ হাজার ৮০০লিটার ডিজেল তেল আটক করে প্রশাসন ও কোস্টগার্ড।

আটকের প্রেক্ষিতে কোস্টগার্ড ১০জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলার তদন্তে রয়েছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই সুভাস চন্দ্র সাহ।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকে মেঘনা নদীতে বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার জাহাজে কর্মরত অসাধু মাষ্টার , ড্রাইভারদের যোগসাজশে অবৈধ উপায়ে ডিজেল ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত অধিক মূল্যে মূল্যে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে থাকে।

এ প্রসঙ্গে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক অহিদুজ্জামান বলেন, গোপন সংবদ ভিত্তিতে আসামী সোহাগকে আটক করা হয়েছে। এই মামলায় আরো দুই আসামীকে কিছুদিন পূর্বে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চাঁদপুরের মতলব উত্তরে দীর্ঘদিন ধরে জাহাজ থেকে ডিজেল, পেট্রোল সহ কেরোসিন পাচারের নেপথ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। উপজেলার দশানী এলাকায় বিভিন্ন দেশী-বিদেশি জাহাজে জ্বালানি তেল (বাঙ্কারিং) অসাধু কিছু ব্যাবসায়ীদের সহায়তায় চিহ্নিত সিন্ডিকেট চক্রটি অবৈধভাবে হাজার হাজার মেট্রিক টন ডিজেল পাচার করছে।

সর্বশেষ - উপজেলাচাঁদপুরমতলব উত্তর

জনপ্রিয় - উপজেলাচাঁদপুরমতলব উত্তর