ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তর থানা পুলিশের সাঁড়াশি অভিযান

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কামাল-এর নেতৃত্বে সাঁড়াশি অভিযান চালিয়ে গত কয়েকদিনে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে। জানা যায়, গত ২২ জানুয়ারি এসআই প্রকাশ প্রনয় দে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর পূর্ব ইউপিস্থ মধ্য ঠেটালিয়া সমুখা ব্রিজ সংলগ্ন মধু বেপারীর হার্ডওয়্যারের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল বেপারী (৩৫)কে ২০ পিস ইয়াবাসহ আটক করেন। অপর এক অভিযানে এসআই মোঃ আবু বকর ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ সর্দারকান্দি থেকে মাদক ব্যবসায়ী আব্দুল আউয়াল মোল্লা (৩৯)কে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফরাজীকান্দি ইউনিয়নের সর্দারকান্দি থেকে মোঃ লিটন মোল্লা (৪০)কে ৫শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কামাল বলেন, মতলব উত্তরে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে কেউ জড়িত থাকলে কাউকে ছাড়া দেয়া হবে না। আমি সকলের সহযোগিতা চাই।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর