ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশিষ্ট ব্যবসায়ী নান্নু মিয়া হালদার আর বেঁচে নেই

চাঁদপুর শহরের পরিচিত মুখ, পালপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আলহাজ্ব মোঃ নান্নু মিয়া হালদার আর বেঁচে নেই। তিনি ১৯ ডিসেম্বর দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের সময় ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। নান্নু মিয়া লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার বাসাতেই ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

২০ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় পালপাড়া বাইতুস সালাত জামে মসজিদে ১ম জানাজা এবং বাদ যোহর পুরাণবাজার জাফরাবাদ এমদাদীয়া মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজে ইমামতি করেন তার ছোট ছেলে হাফেজ সাইদুর রহমান। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, শহরের বিশিষ্টজন, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, পেশাজীবী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ জানাজার নামাজে উপস্থিত ছিলেন। পরে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রথম জানাজা মাওলানা এবিএম মোস্তফা কামালের ইমামতিতে অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটোয়ারী সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এদিন ভোরের আলো ফুটতেই আলহাজ্ব নান্নু মিয়া হাওলাদারের মৃত্যুর খবর শহরে ছড়িয়ে পড়লে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি চাঁদপুর সদর উপজেলার দোকানঘর মরহুম রহিম হালদারের জ্যেষ্ঠপুত্র এবং চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারের বড় ভাই।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর