ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের ছয় দল চূড়ান্ত, পারিশ্রমিক বাড়ছে সাকিব-তামিমদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য ফ্রাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬টি দলের জন্য ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে। চলছে যাচাই-বাছাই প্রক্রিয়া। এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা না হলেও বিপিএলের আসন্ন মৌসুমের জন্য ৬টি দল চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। সঙ্গে আগের আসর থেকে এবার ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে।

করোনাভাইরাসের কারণে এক মৌসুম মাঠে গড়ায়নি বিপিএল। যদিও তার আদলে দেশি ক্রিকেটারদের নিয়ে সে মৌসুমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। ২০১৯-২০ মৌসুমের পর আবার বিপিএল ফেরাচ্ছে ক্রিকেট বোর্ড। সম্ভাব্য সূচি অনুযায়ী এক মাসের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ২০ জানুয়ারি।

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা