ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনার জন্য অপেক্ষা করবেন হালান্ড

বার্সেলোনার সমস্যাটা অর্থনৈতিক। লিওনেল মেসি চলে যাওয়ার পর সংকটটা একজন স্ট্রাইকারেরও। ওই অভাব পূরণ করতে আর্লিং হালান্ডের দিকে চোখ আছে ক্লাবটির, খবরটা পুরোনো। তবে বার্সেলোনার যে অর্থনৈতিক অবস্থা, তাতে আদৌ তারা ৩০০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করে হালান্ডকে দলে ভেড়াতে পারবে কি না এমন প্রশ্ন চারদিকে।

নরওয়ে তারকার দিকে ইতোমধ্যেই চোখ পড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর। তালিকায় আছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের নামও। তবে যে কারো জন্যই অপেক্ষা করবেন হালান্ড, স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন বরুশিয়া ডর্টমুন্ড তারকার অ্যাজেন্ট মিনো রাইওলা।

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা