ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্মল গোস্বামীর স্ত্রীর পরলোকগমন ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের কৃতী সন্তান নির্মল গোস্বামীর স্ত্রী বনানী গোস্বামী (৪৯) কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (দিবানং লোকা নং………..স্বগচ্ছেতু)। ১ ফেব্রুয়ারি রাতে মৃত্যুকালীন সময় তিনি স্বামী ও ১ ছেলেসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে যান। কোলকাতায় প্রায়ত বনানী গোস্বামীর মরদেহ সৎকার করা হয়। এদিকে নির্মল গোস্বামীর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজল ভট্টাচার্য, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কিশোর কুমার ঘোষ, জেলা যুবলীগের সদস্য চন্দন সাহা, বাদল নন্দী, উত্তম ঘোষ, মতলব পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ