চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা কে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত শোকজ আদেশ দিয়েছে।
নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান এ আবেদন করেন।
গত বছরের ২৮ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে মিজানুর রহমান নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।
তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রতিপক্ষ প্রার্থী চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লার বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে ও আবেদন করেন তিনি।
আদালতের অভিযোগে মিজানুর রহমান বলেন, নির্বাচনের প্রকৃত ফলাফলে আমি বিজয়ী হয়েছি কিন্তু ফলাফল চক্রান্ত করে পাল্টে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার সময় প্রভাব বিস্তার করে ব্যাপক অনিয়ম করেছেন কামরুজ্জামান মোল্লা। বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফল সিট আমাকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বরং অসাধু উপায়ে প্রভাব বিস্তার করে ফলাফল পরিবর্তন করে ঘোষণা দেয়। এসব বিষয়ে অভিযোগ করে তিনি পূনরায় ভোট গননা করে ফলাফল ঘোষণার জন্য আদালতের আদেশ চান।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুনানি শেষে আদালত আগামী ১০ কার্যদিবসের মধ্যে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা কে উক্ত অভিযোগের জবাব দিতে আদালত আদেশ দেন।
উল্লেখ্য যে,গত ১১ জানুয়ারী চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কামরুজ্জামান শপথ গ্রহণ করে।
আদালতের শোকজ আদেশ ও অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, আমি এখনো আদালতের আদেশ পাইনি। নির্বাচনের অনিয়মের অভিযোগ টি সঠিক নয়।