চাঁদপুর জেলা মহিলা গণফোরামের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ মাচ ) সন্ধায় চাঁদপুর শহরের জে এ সেনগুপ্ত সড়কস্থ গনফোরামের কাযালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গনফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
তিনি তার বক্তব্যে বলেন নারীদের প্রতি আমাদের সহিংসতা বন্ধ করতে হবে। কমক্ষেত্রে মহিলারা এগিয়ে গেলেও নারীর প্রতি সহিংসতা কমেনি। করোনাকালীনসহ সাম্প্রদায়িক সময়ে নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে। বিশেষ করে নারী নিযাতন, ধষন এবং নারী পাচার অপহরনসহ বিভিন্নভাবে নারীরা প্রতিনিয়ত নিযাতনের শিকার হচ্ছে।
তিনি আরো বলেন, আমরা যদি পারিবারিক ও সামাজিকভাবে নারীদেরকে শ্রদ্ধা ও নারীর প্রতি সহনশীলতা করতে পারি তাহলে অধিকাংশ ক্ষেত্রেই নারীরা এগিয়ে যেতে পারবে।
জেলা মহিলা গণফোরামের সভাপতি অ্যাডঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক শরীয়তুন্নেচ্ছা শিল্পী।
সভায় বক্তব্য রাখেন জেলা গনফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, জেলা মহিলা গনফোরামের সহ-সভাপতি আনোয়ারা বেগম,সদর থানা গনফোরামের সভাপতি মহসিন মিয়াজী, শহর গনফোরামের সভাপতি আবুল খায়ের, যুব গনফোরামের সহ-সভাপতি আলমগীর খান প্রমুখ।