ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবুল কালাম পাটওয়ারী ও অভিভাবক সদস্য প্রার্থী কবির বেপারী বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি প্রার্থী মোঃ নাছির উদ্দিন বৈধ ভোটার ও প্রার্থী না। তার ছেলে মোঃ আল-আমিন হাজীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সিদলা ফয়জুল উলূম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। সেখানে সে নিয়মিত শিক্ষার্থী হিসেবে গত ৩ বছর যাবৎ অধ্যয়ণরত। অবৈধভাবে নাছির উদ্দিনকে ভোটার করাসহ বিভিন্ন অনিয়ম হয়েছে। বিষয়টি ওই মাদ্রাসার অধ্যক্ষ আহম্মদ উল্লাহ স্বীকার করেছেন। অভিভাবক প্রতিনিধি প্রার্থী কবির বেপারীকে প্রার্থীতা সরিয়ে নেয়ার জন্য বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম রাজা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ পাটওয়ারী প্রাণনাশের হুমকি প্রদান করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে কবির বেপারী বাদী হয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবরে লিখিতভাবে জানিয়েছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম রাজা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউসুফ পাটওয়ারীর যোগসাজশে এ অনিয়ম ও দুর্নীতি করে প্রশাসনকে ফাঁকি দিয়ে বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন করেছে বলে জানান অভিভাবক প্রতিনিধ প্রার্থী কবির বেপারী। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবুল কালাম পাটওয়ারী জানান, এ অনিয়ম ও দুর্নীতির তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নূরুল ইসলাম রাজা এ ঘটনার সাথে জড়িত রয়েছেন। বিগত নির্বাচনেও বিভিন্ন অনিয়মের কারণে চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি মামলা হয়েছে। ওই মামলাটি লিয়াকত খান বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেছে। এ মামলাটি চলমান রয়েছে। লিয়াকত খান জানান, ইউসুফ পাটওয়ারী ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। আমরা এলাকাবাসী তার হাত থেকে বাঁচতে চাই। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধ্বংস করে ফেলছেন তিনি। ম্যানেজিং কমিটির সদস্যদেরকে না জানিয়ে তিনি ক্ষমতার জোরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিয়ে একের পর এক অনিয়ম চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের এই কমিটি বাতিল করার জন্যে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। নির্বাচনের রিটার্নিং অফিসার ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার আব্দুর রশিদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সঠিক জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। এ নির্বাচনে মনোনয়নপত্র জমার তারিখ ছিলো ৩ থেকে ৬ নভেম্বর, বাছাই ৭ নভেম্বর, ৮ নভেম্বর প্রত্যাহার, ১৮ নভেম্বর ছিলো নির্বাচনে ভোট গ্রহণের দিন-তারিখ বলে জানা গেছে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ