স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন সরকার মুকুল বলেছেন, তিতারকান্দি গ্রামের ১নং ওয়ার্ডের সকল উন্নয়নমূলক কাজগুলো পর্যায়ক্রমে সমাপ্ত করা হবে। এজন্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনাদের নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) নৃপেন্দ্র চন্দ্র দাসের মাধ্যমে রাস্তা-ঘাট, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থাসহ প্রকল্প গ্রহণ করে পর্যায়ক্রমে এ কাজগুলো করা হবে। বিশেষ করে ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল প্রকার সুযোগ-সুবিধা আপনাদেরকে প্রদান করা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাতে আপনাদের পাশে থেকে সবসময় কাজ করতে পারি। গত ৯ মার্চ বিকেল ৪টায় তিতারকান্দি দাসপাড়া শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে ১নং ওয়ার্ডের ওয়ার্ড সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ইউপি সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে সচিব রাজীব ভক্তের পরিচালনায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য মুক্তা বণিক, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়েজ আহমেদ সরকার। এ সময় এলাকার সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাস, ওয়ার্ড সুপারভিশন কমিটির সভাপতি ডাঃ পরিমল চন্দ্র দাস, সদস্য সচিব উত্তম মন্ডল, এলাকাবাসীর পক্ষে বিসর্জন, মনোরঞ্জন পোদ্দার, সঞ্জয় দাস, সুখরঞ্জন ছৈয়াল প্রমুখ। এ সময় এলাকার শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।