টাইমস বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক
ফয়সালের প্রচেষ্টায় উদ্ধার : স্বেচ্ছাসেবক দলের নেতাদের অবহিতকরণ
চাঁদপুর, ২৭ এপ্রিল ২০২৫:
টাইমস বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশকের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ২৫ এপ্রিল ২০২৫, দুপুরের একটু পরে হ্যাক হয়। হ্যাকিংয়ের বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ আকারে জানানো হয়।
হ্যাক হওয়ার প্রায় তিন ঘণ্টা পর, দুবাই প্রবাসী চাঁদপুরের কৃতি সন্তান, কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং ই-কমার্স সাইট নির্মাণে অভিজ্ঞ ফয়সাল আহমেদের সহায়তায় ফেসবুক পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
এদিকে, ফেসবুক পেজ হ্যাক হওয়ার বিষয়টি চাঁদপুর শহরের স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য স্থানীয় নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এবং তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত সাইবার অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বর্তমানে চাঁদপুর শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এই হ্যাকিংয়ের ঘটনা স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সবাই সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছেন। পত্রিকা অফিসগুলো এখন আরও বেশি সতর্কভাবে নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করার কাজ শুরু করেছে।
টাইমস বাংলা কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে দুই স্তরের নিরাপত্তা (Two-Factor Authentication) চালু করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আমরা টাইমস বাংলা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা এই সময় পাশে থেকে সহযোগিতা করেছেন।
সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতার জন্য আমরা সকল গণমাধ্যমকর্মী এবং সাধারণ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানাই।