ঢাকা, বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে যুব সংগঠ‌নের মাঝে যুব উন্নয়‌নের অনুদানের চেক বিতরণ

চাঁদপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপল‌ক্ষে রচনা প্রতি‌যো‌গিতার পুরষ্কার  বিতরণ এবং যুব ক্রীড়া মন্ত্রণাল‌ে‌যর যুব কল‌্যাণ তহ‌বিল থে‌কে নির্বা‌চিত যুব সংগঠ‌নের মাঝে অনুদানের চেক বিতরণ করা হ‌য়ে‌ছে।
‌সোমবার (২০ ডি‌সেম্বর ) সকাল ১১ টায় জেলা প্রশাসক স‌ম্মেলন ক‌ক্ষে ‌চেক বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজ‌লিশ।
তি‌নি বক্তব্যে ব‌লেন, এদিনে ১১‌টি যুব সংগঠনকে ৪০ হাজার টাকা ক‌রে দেওয়া হ‌চ্ছে। এ অর্থ সংগঠ‌নের সং‌শ্লিষ্ট যুবকরা প্রশিক্ষণ নি‌য়ে কা‌জে ল্গারত পার‌বে। প্রশিক্ষিত যুব‌ক‌দের দে‌খে নতুন উ‌দ্যোক্তা তৈ‌রি হ‌বে। যুবক‌দের মান উন্নয়ন হ‌লে নতুন চাকুরীর সু‌য়োগ হ‌বে। চাকুরীর দি‌কে না তা‌কি‌য়ে যুবক‌দের উদ্যোক্তা হওয়ার দি‌কে নজর দি‌তে হ‌বে। এ জন উ‌দ্যোক্তা অ‌নেক বেকার যুব‌কের কর্মসংস্থা‌নের সু‌যোগ ক‌রে দি‌তে পা‌রে।
জেলা যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক নূর মোহাম্মদ এর সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় ও ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংস‌দের সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মু‌ক্তি‌যোদ্ধা এম এ ওয়াদুদ।
সভায় সঞ্চালনায় ছিলেন অর্থ বিষয়ক কর্মকর্তা আহসান উল্লা সরকার।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর