ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ পালিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)-এর সভাপতিত্বে পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত। পুলিশ লাইন্স চাঁদপুরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)সহ জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ এবং পুলিশের বিভিন্ন ইউনিট পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নিরবতা পালনসহ দোয়া মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
মৃত কনস্টেবল মঞ্জুরুল হাসানের মেয়ে সামিয়া মঞ্জু নিহা ও নামিয়া মঞ্জু নোহা- মৃত বাবার স্মরণে স্মৃতিচারণমূলক আবৃত্তি শুনে মাননীয় পুলিশ সুপার মহোদয় আবেগপ্লুত হয়ে পড়েন। বাবার স্মরণে ছোট বাচ্চা মেয়ের হৃদয়বিদারক আবৃত্তিতে উপস্থিত প্রত্যেক পুলিশ সদস্যদের মনে বেদনাদায়ক ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, দেশের যে কোন ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। অনেক পুলিশ সদস্য সন্ত্রাস, জঙ্গিবাদ ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে জীবন দিয়েছেন। দেশের জন্য তাদের মহান আত্মত্যাগ বাংলাদেশ পুলিশ শ্রদ্ধার সাথে স্মরণ করে। বর্তমান মহামারী করোনাকালে বিশ্ব যখন দিশেহারা তখন বাংলাদেশে করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও করোনা আক্রান্ত সাধারণ জনগণের সেবায় অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ পুলিশ। করোনা মহামারীতে কর্তব্যরত অবস্থায় ১০৬ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন। পুলিশ সুপার থানাসমূহের প্রত্যেক বিট অফিসার ও অফিসার ইনচার্জ দেরকে নির্দেশ প্রদান করেন যেন তারা নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিয়মিত খোঁজ-খবর রাখেন। বাংলাদেশ পুলিশ একটি পরিবার, আমরা সকলে এক পরিবারের সদস্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ (সিআইডি, চাঁদপুর), প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি শেখ মনির হোসেন বাবুলসহ কর্মরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের পরিবারবর্গ এবং চাঁদপুর জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর