ঢাকা, বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর সদর উপজেলা ইউপি নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড

গতকাল বুধবার চাঁদপুর সদর উপজেলা ইউপি নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উপস্থিতিতে পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, কেন্দ্রে নিরাপত্তা প্রদান, সাধারণ জনগণ যেনো নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে দিকে নজরে রাখা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল ব্যক্তিকে কড়া নজরদারী রাখা সহ বিভিন্ন দিক- নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর

টাইমস বাংলা সর্বশেষ