ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলার উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু ও স্বাধীনতার বইমেলার উদ্বোধন করা হয়েছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজনে এই বইমেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশিষ্ট ছড়াকার ও লেখক ডাক্তার পীযূষ কান্তি বড়ুয়ার পরিচালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।

এ সময় অন্যান্য অতিথিবৃন্দ, কবি-লেখক, সাহিত্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর