স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রংধনু সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতাল কুমিল্লার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়ালিউল্লা পাটোয়ারী মিলনায়তনে চক্ষু চিকিৎসাশিবিরের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট ও সংস্থার সচিব রোটাঃ শ্যামল চন্দ্র দাস। উপস্থিত ছিলেন হাসপাতালের কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান মিয়া। এ সময় ৩শতাধিক রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।