ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কারেন্টজাল, মাছ ও নৌকাসহ আটক ৬ জেলে

চাঁদপুর মেঘনা নদীতে ১১ মার্চ বিকাল ৫টা হতে প্রশাসনের অভিযান পরিচালিত হয়। এ অভিযানে অবৈধ জাল ও জাটকা, জেলিযুক্ত চিংড়ি ও ৬ জেলেকে আটক করা হয়েছে। অভিযানে ১, ৫০,০০০ মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ এবং ৬ জন জেলেকে ১টি মাছধরা নৌকা আটক করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং জাটকাগুলো স্থানীয় গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

জেলেদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আটককৃত নৌকাটি স্পট নিলামের মাধ্যমে ৫০ হাজার ৫শ’ টাকায় বিক্রি করা হয়। তাছাড়া কোস্টগার্ডের সহায়তায় চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার হতে প্রায় ৮০০ কেজি বিষাক্ত জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। পরে চিংড়ি মাছগুলো মাটিতে পুঁতে ফেলে বিনষ্ট করা হয়।

সর্বশেষ - ইলিশচাঁদপুর

জনপ্রিয় - ইলিশচাঁদপুর