ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় পিকআপ চাপায় ইউপি সদস্যের মৃত্যু

কচুয়ায় সড়ক দূর্ঘটনায় জমিলা খাতুন (৪০) নামের এক নারী ইউপি সদস্য মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১২ মার্চ) সকালে ঢাকা-কচুয়া সড়কে সাচারগামী সিএনজিকে পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য জমিলা খাতুন গুরুতর আহত হয়।

স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় জমিলা খাতুনকে উদ্ধার করে সাচার সেন্টাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত জমিলা খাতুন উপজেলার বিতারা গ্রামের গাজী বাড়ীর মমতাজ হোসেনের স্ত্রী।

কচুয়া থানার (ওসি) মো.মহিউদ্দিন জানান, দূর্ঘটনার সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - কচুয়া

জনপ্রিয় - কচুয়া