ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এক চিকিৎসক আর এক নার্সের ‘আমার বাংলাদেশ’ হাসপাতাল!

রাজধানীর শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতাল। নিয়ম অনুযায়ী এখানে দুটি আইসিইউ থাকার কথা, কিন্তু আছে ৬টি। করোনাকালে আইসিইউর চাহিদা বেশি থাকার সুযোগে অধিক মুনাফার লোভে অনুমোদন ছাড়াই স্থাপন করা হয় অতিরিক্ত চারটি আইসিইউ।

হাসপাতালটিতে ৯টি এনআইসিইউ থাকলেও ইনকিউবেটর আছে মাত্র একটি। ৩০টি সাধারণ বেড থাকার কথা থাকলেও আছে ১৫টি। থাকার কথা ৬ জন নার্স, আছে একজন। আর অন্তত তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও একজনের দায়িত্বেই চলছে গোটা হাসপাতাল। ১ জন করে যে নার্স ও চিকিৎসক আছেন তারা আইসিইউ ও এনআইসিইউ পরিচালনার মতো অভিজ্ঞ নন।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ