স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আধারা গ্রামে ভূমিদস্যু রফিক সওদাগরের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন মোঃ কামাল হোসেন। মামলায় বাদী কামাল হোসেন উল্লেখ করেছেন আধারা গ্রামের মৃত ছামিদ আলী সওদাগরের পুত্র রফিক সওদাগর, রফিক সওদাগরের পুত্র মোঃ জাফর গংরা জোরপূর্বক সাবেক ১৭৬নং বিএস ১৯৪নং আধারা মৌজার সিএস ৪০নং, এসএ ৩১নং, বিএস ৮৩নং খতিয়ানভুক্ত সাবেক ২৩১ দাগের হাল বিএস ৪২২ দাগে বাড়ি মোট ৩ শতাংশ ভূমি অন্দরে ১ শতাংশ ভূমি। যার নামজারি জমাখারিজ খতিয়ান নং ৩১৩। যাহার উত্তরে রাস্তা, দক্ষিণে রফিক, পূর্বে রুবেল গং, পশ্চিম মাফিয়া বেগম গং অত্র চৌহুদ্দির মধ্যে নালিশী এক শতাংশ ভূমি খরিদ সূত্রে দলিলমূলে মালিক ও দখলদার। উক্ত ভূমিতে মোঃ ফজর আলী ও জলেখা বিবি বিগত ১২/০৯/১৯৬০ইং তারিখে রেজিস্ট্রিকৃত ৪৯৬৭ নং ছাপকবলা দলিলমূলে মালিক দখলীকার থাকাবস্থায় তাদের মালিক দখলীয় ভূমি বিগত ৬/১০/১৯৬৫ইং তারিখে রেজিস্ট্রিকৃত ৪৭১০নং ছাপকবলা দলিল মূলে মোঃ আবিদ আলী, ছাবিদ আলীর নিকট বিক্রয় করিয়া দখল অর্পন করিয়া নিঃশর্তবান হয়। বিএস জরিপ আমলে ৪২২ দাগ নিয়া বিএস ৮৩নং খতিয়ানে রেকর্ডভুক্ত হয়। ছাবিদ আলী মালিক ও দখলদার অবস্থায় তাহার কন্যা নাছিমা সওদাগরকে ২২/০১/২০১৯ইং তারিখে রেজিস্ট্রিকৃত ১৮৮ হেবা ঘোষণাপত্র দলিলমূলে মোট ১ শতাংশ ভূমি পুরাতন টিনের ঘর (দোচালা) নাছিমা সওদাগরকে বুঝিয়ে দেয়া হয়। বিগত ২০/০৭/২০২০ইং তারিখে ৮৭৪ নং ছাবকবলা দলিল মূলে মোঃ কামাল হোসেনের নিকট ১শতাংশ জায়গা ও দোচালা টিনের ঘর বুঝিয়ে দিয়ে নিঃশর্তবান হন। আর উক্ত জায়গা জোরপূর্বক দখলের জন্য পাঁয়তারা করছে রফিক সওদাগর, নুরুল ইসলাম, খলিল ও মোঃ জাফর গংরা। মোঃ কামাল হোসেন আরো জানান, প্রতিপক্ষরা অত্যন্ত দুষ্ট ও পরধন লোভী। আমাকে হত্যা করার উদ্দেশ্যে বিভিন্নসময় হুমকি-ধমকি দিচ্ছে। পরবর্তীতে আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত বিষয়টি সরজমিনে তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করে। এরই প্রেক্ষিতে থানার এসআই মোঃ হাবিবুর রহমান উভয় পক্ষকে স্থিতিশীল থাকার জন্য নোটিশ প্রদান করে। কিন্তু ভূমিদস্যু রফিক সরদাগর গংরা আদালতের নির্দেশ অমান্য করে ঘরের তালা ভেঙ্গে জোরপূর্বক দখল করে। বিষয়টি আমি বিজ্ঞ আদালত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি।