বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শ্রী জেএল ভৌমিক সভাপতি ও অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ২৪শে ডিসেম্বর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অঙ্গীকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশএ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খান (এমপি) মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এমপি) ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দুরাইস্বামী, মাননীয় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলার সভাপতি শ্রী যশোদা জীবন দেবনাথ (সিআইপি) সাধারণ সম্পাদক শ্রী অরুন মন্ডল নগরকান্দার সভাপতি শ্রী বিধান বিশ্বাসসহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ একটি রোল মডেল অসম্প্রদায়িক কখনোই রাষ্ট্রের আশ্রয় ও প্রশ্রয় দেয় না আগামী দিনে বলবৎ থাকবে। সম্মেলনে শ্রী জেএল ভৌমিককে সভাপতি ও অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।