চাঁদপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষ
২৭ ডিসেম্বর চেম্বার ভবনে নবনির্বাচিত পরিচালকগণ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মধ্যে থেকে পরিচালনা পর্ষদ গঠন করেন। পরিচালনা পর্ষদের নেতা নির্বাচিত হন, সভাপতি পদে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি পদে সুভাষ চন্দ্র রায় এবং সহ-সভাপতি পদে তমাল কুমার ঘোষ। চাঁদপুর চেম্বার অব কমার্সের ২০২২ ও ২০২৩ সালের পরিচালনা পর্ষদে পুনরায় স্বপদে নির্বাচিত হওয়ায় নির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে নবনির্বাচিত পরিচালকগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য নেতৃত্বকে পুনরায় নেতা নির্বাচিত করতে পারায় সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন ব্যবসায়ীদের উন্নয়নে যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে তারা যোগ্য নেতৃত্ব নির্বাচনে সঠিক ভূমিকা রাখতে পেরেছেন বলে অভিমত প্রকাশ করেন। পুনঃ নির্বাচিত সভাপতি সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালকদের ধন্যবাদ জানান এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানপূর্বক সকল উন্নয়নে চেম্বার পরিচালকসহ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।