মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ৮ দিনব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনকালে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন
———————–এডঃ নুরুল আমিন রুহুল এমপি
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ নুরুল আমিন রুহুল বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ধর্ম যার যার উৎসব সবার। আপনাদের সকল ধর্মীয় কর্মকাণ্ডে আমার সার্বিক সহযোগিতা থাকবে। এই মন্দিরের উন্নয়নের জন্য আমি ও উপজেলা চেয়ারম্যান একত্রিত হয়ে সর্বাত্মক সহযোগিতা করবো। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে ৬৪ প্রহর হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনকালে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া। উৎসব কমিটির সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাদল নন্দীর সঞ্চালনায় বক্তব্য দেন মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, আমেরিকান প্রবাসী ভবতোষ সাহা। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব কমিটির সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, কাউন্সিলর পিন্টু সাহা, কাউন্সিলর রোটাঃ সাইফুল ইসলাম মোহন, মন্দির কমিটির সহ-সভাপতি অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা, সাধারন সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক, কোষাধ্যক্ষ কানাই সাহা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা রোটাঃ উত্তম কুমার ঘোষ, পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটওয়ারী, উৎসব কমিটির সাবেক সভাপতি নরেশ সাহা, সদস্য নীলকৃষ্ণ ঘোষ, জগন্নাথ মন্দিরের দুর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি পিতোষ সাহা, সহ-সভাপতি বাসুদেব সাহা, সাধারন সম্পাদক অজয় সাহা, সাংগঠনিক সম্পাদক রাম বিশ্বাষ, কোষাধ্যক্ষ বলাই সাহা, প্রচার সম্পাদক লিটন সরকারসহ, সাংবাদিকবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ, উৎসব কমিটির নেতৃবৃন্দসহ হাজার হাজার ভক্তবৃন্দ। এ সময় প্রধান অতিথি অনুষ্ঠানের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।