ঢাকা, বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে করতেই আমরা শপথ গ্রহণ করেছি

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা শপথ গ্রহণ করেছিলাম। শপথ নেয়ার প্রয়োজন ছিলো বিধায় আমরা শপথ গ্রহণ করেছিলাম। কারো দানে পাওয়া নয় আমাদের স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে করতেই আমরা শপথ গ্রহণ করেছি। সবাই স্বপ্রনোদিত হয়েই আমরা শপথ গ্রহণ করেছি। কাউকে জোর করা হয় নি শপথের জন্যে।

জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার দ্বারপ্রান্তে বঙ্গবন্ধু ৭মার্চ এর ভাষন দিলেন। তিনি বুঝলেন স্বাধীনতা যুদ্ধ ছাড়া আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না। ধর্মের ভিত্তিতে কোন দেশ হতে পারে না। এটা কোন দেশের সংজ্ঞার মধ্যে পড়ে না। পাকিস্তানীরা চেয়েছিলো আমাদের দেশকে বিভক্ত করতে। একজন আরেক জনকে মারা, নারীদের নির্যাতন করা এটা কোন মুসলিমের কাজ নয়। পাকিস্তানিরা শুধু ধর্মকেই ব্যবহার করেছিলো। তারা চেয়েছিলো আমাদের দেশকে মেধাশূন্য করে দিতে। শিল্প-সাহিত্য, চলচিত্রে ও সাংবাদিকতায় মেধা-শূন্যে হয়েছি। আমাদের তারা অনেক ক্ষতি করেছিলো, যা আমরা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারি নাই। তবে শৃধু মেধাশূন্যই নয়, আমাদের অনেক অর্জনও হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের ইতিহাস সম্পর্কে আলোচনা করা প্রয়োজন।নয়তো আমরা ভুলে যাবো আমাদের ইতিহাস। নতুন প্রজন্মকে আমাতের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। মুক্তিযুদ্ধে পাকবাহিনীরা কি করেছিলো, কেমন অত্যাচার করেছিলো তা জানতে হবে এবং জানাতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ইতিমধ্যে অনেক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো আমাদের দায়িত্ব। আমরা অনেক সময় মুক্তিযুদ্ধের কথা বলি এবং বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি কিন্তু আসলে তা পালন করি না। প্রশাসন যখন ভালো কাজ করবে, তখন সবাই আপনারা সহযোগিতা করবেন।

চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাবুদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ প্রমূখ।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর