ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবসে

উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের শুভেচ্ছা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস-সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালি জাতির জীবনে আজ এক আনন্দের ও ইতিহাসের গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম এবং লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের কাক্সিক্ষত স্বাধীনতা। বিজয়ের এই দিনে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, অবিসাংবাদিত নেতা, জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের ও সম্ভ্রম হারানো দু’ লাখ মা-বোনের প্রতি। আমি কৃতজ্ঞতাভরে স্মরণ করছি জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে, যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতার মাধ্যমে বিশ^মানচিত্রে সৃষ্টি করেছিলেন ‘বাংলাদেশ’ নামক একটি নতুন রাষ্ট্রের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সরকার মুজিব বর্ষ ঘোষণা করেছে। করোনার ভয়াল থাবা আমাদের জাতীয় জীবনকে পর্যুদস্ত করলেও মুজিব বর্ষের উদ্দীপনা আমাদের মাঝে এক নতুন কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। কোভিড-১৯ বা করোনা ভাইরাস মোকাবিলায় অনেক শক্তিধর দেশ যখন দিশেহারা, তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিশ^ মহামারীকালে দেশের সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতের মাধ্যমে জাতিকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। দেশের অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে কৃষি ও শিল্পসহ অর্থনৈতিক খাতগুলোতে সময়োপযোগী প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, যা বিশ^ অর্থনীতিতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ আমাদের দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ-সুবিধা ভোগ করছি। আজ আমাদের দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এ অর্জন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মতলবের কৃতি সন্তান মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মহোদয় ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
শুভেচ্ছান্তে-বিএইচএম কবির আহমেদ, উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর।

 

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ