মতলব উত্তর ও মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, কোনো প্রার্থী নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলার ব্যাঘাত ঘটালে বিন্দুমাত্র ছাড় পাবে না। নির্বাচনকে উৎসবমুখর করে তোলার জন্য প্রশাসন সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে। এ সময় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী মোঃ শরীফুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।