ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নৃপেন্দ্র চন্দ্র দাস মোরগ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের (তিতারকান্দি গ্রামের) বর্তমান সফল মেম্বার নৃপেন্দ্র চন্দ্র দাস মোরগ প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন। তিনি ১২ নভেম্বর মোরগ প্রতীক পেয়ে কর্মী-সমর্থকদেরকে নিয়ে তিতারকান্দি গ্রামের ঘরে ঘরে গিয়ে ভোট ও আর্শিবাদ প্রার্থনা করেন। প্রচার-প্রচারনায় ও জনসমর্থনে নৃপেন্দ্র চন্দ্র দাস অনেক এগিয়ে রয়েছেন। আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন। জানা গেছে, এ ওয়ার্ডে ১ হাজার ৬২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ওয়ার্ডের ৯৫% ভোটার সনাতন ধর্মালম্বী। এদিকে গণসংযোগকালে সঙ্গে ছিলেন ফণি ভূষণ দাস, মোঃ হারুনুর রশিদ প্রধান, স্বপন দাস, নিধু ভূষণ দাস, মোঃ মুশু প্রধান, বিজয় দাস, দুলাল সরকার, চিত্তরঞ্জন মন্ডল, খোকন দাস, লিটন দাস, সঞ্জয় দাস, স্বপন মন্ডল, উত্তম সরকার, বাবু লাল সরকার, শাহীন প্রধান, মোঃ জসিম উদ্দিন, বিশ^জিৎ দাস, শ্রীকৃষ্ণ দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। গণসংযোগকালে নৃপেন্দ্র চন্দ্র দাস ভোটারদেরকে কাছে আর্শিবাদ ও দোয়া প্রার্থনা করেন।